১১ মে ২০২৪, শনিবার, ১১:৩৬:২৬ অপরাহ্ন


সিংড়ায় মাছ চাষের পুকুরে বিদ্যুৎপৃষ্টে বিএনপি নেতার মৃত্যু
সৌরভ সোহরাব, সিংড়া (নাটোর) প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ১৮-১০-২০২২
সিংড়ায় মাছ চাষের পুকুরে  বিদ্যুৎপৃষ্টে বিএনপি নেতার মৃত্যু সিংড়ায় মাছ চাষের পুকুরে বিদ্যুৎপৃষ্টে বিএনপি নেতার মৃত্যু


নাটোরের সিংড়ায় মাছ চাষের পুকুরে জলমটরের নিরবিছিন্ন বৈদ্যুতিক তারে বিদ্যুৎপৃষ্টে হাফিজুর রহমান হেদা (৪২) নামের এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৮ অক্টোবর) সকাল সাড়ে ১০ টায় উপজেলার ডাহিয়া ইউনিয়নের মাধাঁবাশবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত হাফিজুর স্থানীয় ওর্যাড বিএনপির সাবেক সভাপতি।

এঘটনায় ওই গ্রামের আলমাস হোসেন (২৫) নামের আরও এক যুবক গুরুত্বর আহত হয়েছে। আহত আলমাসকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সিংড়া থানা অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্খানীয়রা জানায় নিহত হাফিজুর মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় নিজের মাছ চাষের পুকুরে গেলে সেখানে  জলমটরের নিরবিছিন্ন তারের সাথে জড়িয়ে পড়লে বিদ্যুৎপৃষ্টে ঘটনাস্থালেই মারা যান। এসময় একই গ্রামের লুৎফর রহমানের ছেলে  আলমাস (২৫) তাকে উদ্ধার করার জন্য এগিয়ে আসলে   বিদ্যুৎপৃষ্টে গুরুত্বর আহত হন আলমাস নামের ওই যুবব। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করিয়ে দেন।