নাটোরের বাগাতিপাড়া এক কৃষকের বসতবাড়িতে অগ্নিকান্ডে ৪টি ঘর, পাট-পেঁয়াজসহ কৃষিপণ্য ও আসবাবপত্র পুড়ে গেছে।
সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার পাকাই উনিয়নের মাড়িয়া নওদাপাড়া এলাকায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্থ কৃষক আবু বক্কর বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে তার ঘরে আগুন লাগে। কিছুক্ষণের মধ্যেই পাশের ঘরগুলোতে সে আগুন ছড়িয়ে পড়ে। পরে মসজিদের মাইকে জানানো হলে প্রথমে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। পরবর্তীতে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল এসে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকান্ডে ৪টি ইটের ঘর ও ঘরে থাকা ৪ বিঘা জমির পাট, পেঁয়াজ, রসুন, ধান, গমসহ ঘরের আসবাবপত্র পুড়ে গেছে।
দয়ারামপুর ফায়ার সার্ভিসের অফিসার ইনচার্জ মঞ্জুরুল আলম জানান, বৈদ্যুতিকশর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে বাড়ির ইটের দেয়াল ছাড়া প্রায় সব কিছুইপুড়ে গেছে।