নাটোরের বাগাতিপাড়ায় নানা আয়োজনের মাধ্যমে শেখ রাসেলের ৫৯তম জন্মদিন পালিত হয়েছে।
মঙ্গলবার (১৮ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রশাসনিক ভবনের সামনে শেখ রাসেলের অস্থায়ী বেদিতে পুস্পস্তবক অর্পন করা হয়।
পরে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে উপজেলা পরিষদ এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মিলানায়তনে এসে শেষ হয়। সেখানে দিবসটি উপলক্ষে কেন্দ্রীয় অনুষ্ঠান প্রজেক্টরের মাধ্যমে দেখানো হয়। পরে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা সুরাইয়া মমতাজের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান অহিদুল ইসলাম গকুল। আরও বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম ঠান্ডু, আবাসিক মেডিকেল অফিসার সোহানুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ফিরোজ সরকার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আহাদ আলী, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাবরিনা আনাম এবং মহিলা ভাইস চেয়ারম্যান খদেজা বেগম শাপলা প্রমুখ। শেষে বিভিন্ন পর্যায়ে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরুষ্কার বিতরণ করা হয়।