মানবদেহের জন্য ক্ষতিকর জেলি মিশিয়ে চিংড়ি বিক্রয়ের অপরাধে বুধবার (১২ অক্টোবর) সকালে নাটোরের লালপুরে রাশেদ (২৫) নামের এক মাছ ব্যবসায়ীকে ৪ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দেবাশীষ বসাক এর ভ্রাম্যমান আদালত।
এসময় ৫কেজি জেলিমিশ্রিত চিংড়ি জব্দ করে ধ্বংস করা হয়। যার আনুমানিক মূল্য ৫ হাজার টাকা।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দেবাশীষ বসাক ভ্যাম্যমান আদালত পারচালনার বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, মানবদেহের জন্য ক্ষতিকর জব্দকৃত জেলিমিশ্রিত চিংড়ি জন সম্মুখে ধ্বংস করা হয়।
এসময় লালপুর উপজেলা মৎস্য কর্মকর্তাআবু সামা ও লালপুর থানার পুলিশ উপস্থিত ছিলেন।