২৮ এপ্রিল ২০২৪, রবিবার, ০৮:১৫:১৩ অপরাহ্ন


গুরুদাসপুরে ছাত্রী অপহরণের পর ধর্ষণ, প্রধান শিক্ষক বরখাস্ত
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ১০-১০-২০২২
গুরুদাসপুরে ছাত্রী অপহরণের পর ধর্ষণ, প্রধান শিক্ষক বরখাস্ত গুরুদাসপুরে ছাত্রী অপহরণের পর ধর্ষণ, প্রধান শিক্ষক বরখাস্ত


নাটোরের গুরুদাসপুরের নাজিরপুরে এক স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণের মামলার কারণে নাজিরপুর মরিয়ম মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফিরোজ আহম্মেদকে সাময়িক ভাবে বরখাস্ত করা হয়েছে।

সোমবার (১০ অক্টোবর) বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেছেন নাজিরপুর মরিয়ম মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. আব্দুল হাই।

উক্ত বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল হাই বলেন, গত শনিবার (১ অক্টোবর) এই স্কুলের একজন এসএসসি পরীক্ষার্থীকে অপহরণ করে ধর্ষণ করার অভিযোগে শিক্ষক ফিরোজের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে গুরুদাসপুর থানায় একটি মামলা হয়েছে। এঘটনায় ম্যানেজিং কমিটির সিদ্ধান্ত অনুযায়ী তাকে সাময়িক ভাবে বহিষ্কার করা হয়েছে। এরপরে সরকারি বিধি মোতাবেক জৈষ্ঠতার ভিত্তিতে অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোছা. ফরিদা খাতুনকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব দেওয়া হয়েছে।

এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. ওয়াহেদুজ্জামান বলেন, প্রধান শিক্ষক ফিরোজ আহম্মেদকে সাময়িক বরখাস্ত করে তার স্থলে মোছা: ফরিদা খাতুনকে দায়িত্ব দেওয়া হয়েছে।

উল্লেখ্য শনিবার (১ অক্টোবর) সকাল ১০টার দিকে ওই ছাত্রী ব্যবহারিক পরীক্ষা দেওয়ার জন্য বিদ্যালয়ে গেলে পরীক্ষা শেষে তাকে অপহরণ করে নিয়ে যায় ফিরোজ। এঘটনায় রাত ১১টার দিকে ওই ছাত্রীর মা নাদিরা বেগম বাদি হয়ে ফিরোজ আহমেদসহ তার দুই ভাই ফেরদৌস (৪৫) ও ফেন্সি (৪৩) কে আসামী করে গুরুদাসপুর থানায় একটি নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রুজু করে।

এরপরে রবিবার বেলা ১১টার দিকে নাজিরপুরের একটি বাড়ি থেকে ওই ছাত্রীকে উদ্ধার করে পুলিশ। তবে আসামীরা পলাতক থাকায় তাদের গ্রেফতার করা যায়নি।