২৮ এপ্রিল ২০২৪, রবিবার, ১১:৪৯:০৮ পূর্বাহ্ন


সিংড়ার আয়েশ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে ঈদে মিলাদুন্নবী পালন
সৌরভ সোহরাব, সিংড়া (নাটোর) প্রতিনিধিঃ
  • আপডেট করা হয়েছে : ০৯-১০-২০২২
সিংড়ার আয়েশ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে ঈদে মিলাদুন্নবী পালন সিংড়ার আয়েশ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে ঈদে মিলাদুন্নবী পালন


নাটোরের সিংড়ার ২ নং ডাহিয়া ইউনিয়নের আয়েশ সরকারী প্রথমিক বিদ্যালয়ের আয়োজনে মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) এর জীবন দর্শন নিয়ে আলোচনা ও মিলাদ মাহফিলের মধ্য দিয়ে ঈদে মিলাদুন্নবী পালন করা হয়েছে।

রবিবার বেলা ১১ টায় দিবসটি উপলক্ষ্যে প্রতিষ্ঠানের সভাপতি মোঃ খায়রুল ইসলাম খোকনের সভাপতিত্বে  আলোচনা সভায় বক্তব্য দেন, প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মোঃ জিয়াউল হক, প্রতিষ্ঠানের সাবেক সভাপতি মোঃ সোহরাব হোসেন প্রমুখ।

বক্তারা বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) ছিলেন একজন মহামানব,  সর্বশ্রেষ্ঠ, সর্বশেষ নবী ও রাসূল। বাল্যজীবন থেকেই  নবীজির আদর্শ নিয়ে যদি আমরা পথ চলি তাহলে  আমাদের ব্যক্তি,পারািবারিক ও সমাজ  জীবন  আরও সুন্দর হবে।

আলোচনা শেষে দোয়া ও মিলাদ পরিচালনা করেন প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক মোঃ আব্দুর রহমান।