১৭ সেপ্টেম্বর ২০২৫, বুধবার, ০৫:৪০:৪১ পূর্বাহ্ন


নগরীতে আ’লীগ সমর্থক-সহ গ্রেফতার -১৬
মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
  • আপডেট করা হয়েছে : ১০-০৫-২০২৫
নগরীতে আ’লীগ সমর্থক-সহ গ্রেফতার -১৬ নগরীতে আ’লীগ সমর্থক-সহ গ্রেফতার -১৬


রাজশাহী মহানগরীতে আ’লীগ সমর্থক-সহ ১৬ জনকে গ্রেফতার করেছে থানা ও মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গত ২৪ ঘন্টায় মহানগরীর বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার আওয়ামীলীগ সমর্থক মোঃ শোভন (২৯), সে মহানগরীর বোয়ালিয়া মডেল থানার হেতেমখাঁ সবজিপাড়া এলাকার মোঃ জামাল হোসেন তোজামের ছেলে।

শনিবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর), মোহাম্মদ রকিবুল হাসান ইবনে রহমান।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় মহানগরীর বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো, সন্ত্রাসী কর্মকাÐ ও অন্যান্য অপরাধের অভিযোগে ১ জন গ্রেফতার হয়েছে। এছাড়াও নগর পুলিশের অভিযানে ১৫ জন গ্রেফতার হয়েছে। যার মধ্যে ওয়ারেন্টভুক্ত ১১ জন, মাদক মামলায় ৩ জন এবং অন্যান্য অপরাধে ১ জন রয়েছে।

গ্রেফতারকৃত আসামীদের শনিবার সকালে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।