রাজশাহীর মোহনপুর উপজেলার ১ নং ধূরইল ইউনিয়নের কৃষকদলের ওয়ার্ড সভাপতি, সম্পাদক ও প্রচার সম্পাদক এর সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন কৃষকদলের আয়োজনে শনিবার ১০ ই মে বিকালে আমরাইল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মত বিনিময় সভাটি অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় সভাপতিত্ব করেন ধূরইল ইউনিয়ন কৃষকদলের সভাপতি শামসুদ্দিন ওরফে সমো। পরিচালনা করেন সাধারণ সম্পাদক সাহিন আলম। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষকদলের আহবায়ক গোলাম মোস্তফা বাবলু।
বক্তব্যে প্রধান অতিথি বলেন বাংলাদেশের খেটে খাওয়া মানুষ কৃষকদের কোন অহংকার নাই, কৃষকেরা আমাদের প্রান।দেশ গড়ার ক্ষেত্রে কৃষকদের অবদান অপরিসীম।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষকদলের সদস্য সচিব জাকারিয়া মন্ডল, সিনিয়র যুগ্ম আহবায়ক শফিকুর রহমান ফিফটি, খাইরুল ইসলাম মাস্টার, যুগ্ম আহবায়ক সাদ্দাম হোসেন, হেলাল উদ্দিন, ইউনিয়ন সভাপতি মুকুল, সাধারণ সম্পাদক মিলন, রেজাউল ইসলাম, কৃষকদলের ওয়ার্ড সভাপতি আব্দুল হান্নান, রেজাউল ইসলাম, উজ্জ্বল হোসেন, সাধারণ সম্পাদক গিয়াসউদ্দিন, প্রচার সম্পাদক ইয়ামীন আসলাম আলী সহ প্রমূখ।