১৭ সেপ্টেম্বর ২০২৫, বুধবার, ১১:৫৩:১২ পূর্বাহ্ন


চারঘাটে ইয়াবা ট্যাবলেটসহ মাদক কারবারী খালেক গ্রেফতার
মাসুদ রানা রাব্বানী:
  • আপডেট করা হয়েছে : ০৭-০৫-২০২৫
চারঘাটে ইয়াবা ট্যাবলেটসহ মাদক কারবারী খালেক গ্রেফতার চারঘাটে ইয়াবা ট্যাবলেটসহ মাদক কারবারী খালেক গ্রেফতার


রাজশাহীর চারঘাট হতে ৩৯৫ পিচ অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ মাদক কারবারী মোঃ আব্দুল খালেক (৪৫)‘কে গ্রেফতার করেছে র‌্যাব-৫।

বুধবার (৭ মে) সকাল সাড়ে ৯টায় চারঘাট থানাধীন চারঘাট বাজার হতে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মাদক কারবারী মোঃ আব্দুল খালেক রাজশাহী জেলার বাঘা থানাধীন মহদিপুর গ্রামের মোঃ আনসার আলীর ছেলে।

বুধবার (৭ মে) সকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এতথ্য নিশ্চিত করেছে র‌্যাব-৫।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারা যায়, রাজশাহী জেলার চারঘাট থানাধীন চারঘাট বাজারে একজন মাদক কারবারী অবৈধ মাদকদ্রব্য বিক্রয় করে আসছে। এমন তথ্যের ভিত্তিতে বুধবার সকাল সাড়ে ৯টায় সেখানে অভিযান চালিয়ে মাদক কারবারী মোঃ আব্দুল খালেককে গ্রেফতার করা হয়। এসময় ৩৯৫ পিচ ইয়াবা ট্যাবলেট ও এশটি ব্যাটারী ইঞ্জিন চালিত ভ্যান জব্দ করা হয়।

র‌্যাব আরও জানায়, মোঃ আব্দুল খালেক এলাকার চিহ্নিত মাদক কারবারী। সে পেশায় ভ্যান চালক। ভ্যানে যাত্রী ও পণ্য পরিবহণের আড়ালে দীর্ঘদিন যাবত অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট, ফেন্সিডিলসহ বিভিন্ন ধরণের মাদক অজ্ঞাত স্থান হতে সংগ্রহ করে রাজশাহী জেলার চারঘাট থানার বিভিন্ন এলাকায় মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের নিকট বিক্রয় করে আসছে। ।

গ্রেফতার মাদক কারবারীর বিরুদ্ধে রাজশাহী জেলার চারঘাট থানায় মাদক আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।