১৭ সেপ্টেম্বর ২০২৫, বুধবার, ০৮:০১:৪৫ পূর্বাহ্ন


পত্নীতলায় বজ্রপাতে নিহত একজন ও আহত একজন
আব্দুল মতিন, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি -
  • আপডেট করা হয়েছে : ০৬-০৫-২০২৫
পত্নীতলায় বজ্রপাতে নিহত একজন ও আহত একজন পত্নীতলায় বজ্রপাতে নিহত একজন ও আহত একজন


 নওগাঁর পত্নীতলায় উপজেলার হারপুর গ্রামে সোমবার দুপুর আনুঃ২ টায় বজ্রপাতে মাহাবীর(১৬) নামে এক কিশোর নিহত ও মাহবুব হোসেন বাবু (৪০) নামে এক ব্যক্তি আহত হয়েছেন।

নিহত মহাবীর হারপুর গ্রামের শফিকুল ইসলামের ছেলে। আহত বাবু একই গ্রামের বাসিন্দা। আহত বাবুকে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 

এ ব্যাপারে পত্নীতলা থানার ওসি এনায়েতুর রহমান জানান, সোমবার দুপুরে উপজেলার হারপুর গ্রামের মহাবীর ও বাবু আত্রাই নদীর চরের উপর হাঁসের খামারে কাজ করার সময় তাদের উপর বজ্রপাত ঘটলে বজ্রপাতে ঘটনাস্থলেই মহাবীর মারা যায়। বাবুকে আহত অবস্থায় উদ্ধার করে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।