১৭ সেপ্টেম্বর ২০২৫, বুধবার, ১০:১২:৫৭ পূর্বাহ্ন


বাঘায় ফেনসিডিল-সহ মাদক কারবারী রায়হান গ্রেফতার
মাসুদ রানা রাব্বানী:
  • আপডেট করা হয়েছে : ০৪-০৫-২০২৫
বাঘায় ফেনসিডিল-সহ মাদক কারবারী রায়হান গ্রেফতার বাঘায় ফেনসিডিল-সহ মাদক কারবারী রায়হান গ্রেফতার


রাজশাহীর বাঘায় ফেনসিডিল-সহ রায়হান নামের এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে র‌্যাব। শনিবার (৩ মে) বিকাল সোয়া ৩টায় বাঘা থানাধীন আলাইপুর এলাকায় নিজ বসত বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় বসতবাড়ীতে তল্লাশী চালিয়ে ৩৭ বোতল আমদানী নিষিদ্ধ ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়।

গ্রেফতার মোঃ রায়হান ওরফে রাহেন (২৮), সে বাঘা থানাধীন আলাইপুর এলাকার মোঃ আকরামের ছেলে।

রবিবার দুপুরে র‌্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

র‌্যাব জানায়, শনিবার বিকালে র‌্যাব-৫, এর একটি আভিযানিক দল জানতে পারে, বাঘা থানাধীন আলাইপুর এলাকায় জনৈক মাদক কারবারীর নিজ বসতবাড়ীতে ফেনসিডিল মজুদ করে বিক্রয় করছে। এমন তথ্যের ভিত্তিতে বর্ণীত বাড়িতে অভিযান চালিয়ে ৩৭ বোলত ফেনসিডিল-সহ রায়হানকে গ্রেফতার করা হয়। 

গ্রেফতার রায়হান ওই এলাকার চিহ্নিত মাদক কারবারী। সে দীর্ঘদিন যাবত মরন নেশা ইয়াবা ট্যাবলেট, ফেনসিডিল-সহ বিভিন্ন ধরনের মাদক সংগ্রহ করে রাজশাহীর বাঘা-সহ বিভিন্ন এলাকায় মাদক কারবারী ও মাদকসেবীদের কাছে বিক্রয় করে আসছিল। ইতিপূর্বেও তার নামে একাধিক মাদকের মামলা রয়েছে।

এ ব্যপারে গ্রেফতার মাদক কারবারীর বিরুদ্ধে বাঘা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। 

রবিবার সকালে তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে বাঘা থানা পুলিশ।