ফেনীর দাগনভুঞায় পুকুরের পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। শুক্রবার (২ মে) দুপুরে উপজেলার ইয়াকুবপুর ইউনিয়নের হাটপুকুরিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
মৃতরা হলেন—নাফিজ (১০) ও ইয়াছিন (১০)। তারা সর্ম্পকে আপন চাচাতো ভাই।
মৃত নাফিজ উপজেলার এয়াকুবপুর ইউনিয়নের হাটপুকুরিয়া গ্রামের মিজি বাড়ির সাইফুল ইসলামের ছেলে অপরজন ইয়াছিন একই বাড়ির নিজাম উদ্দিনের ছেলে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার জুমার নামাজের সময় তাদের বাবা নামাজে গেলে তারা পুকুরে গোসল করতে নামে। পরে লাশ ভেসে উঠলে স্থানীয়রা উদ্ধার করে দাগনভুঞা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্মরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে দাগনভুঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পাভেজ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।