১৭ সেপ্টেম্বর ২০২৫, বুধবার, ১০:১৩:০১ পূর্বাহ্ন


কাটাখালি থানার মীরকামারী এলাকার পেশাদার মাদক কারবারী বিবিজান গ্রেফতার
মাসুদ রানা রাব্বানী, রাজশাহগী:
  • আপডেট করা হয়েছে : ০২-০৫-২০২৫
কাটাখালি থানার মীরকামারী এলাকার পেশাদার মাদক কারবারী বিবিজান গ্রেফতার মীরকামারী এলাকার পেশাদার মাদক কারবারী বিবিজান গ্রেফতার


রাজশাহী মহানগরীতে বিপুল পরিমান গাঁজা-সহ একাধীক মাদক মামলার আসামী মোসাঃ জেসমিন খাতুন ওরফে বিবিজান (৪২), নামের এক নারী মাদক কারবারীকে গ্রেফতার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (১ মে) সকাল পৌনে ৭টায় নগরীর কাটাখালী থানার দেওয়ানপাড়া মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মোসাঃ জেসমিন খাতুন ওরফে বিবিজান (৪২), সে মহানগরীর কাটখালী থানার মীরকামারী গ্রামের মোঃ বেল্লাল হোসেনের স্ত্রী। বিবিজানের বিরুদ্ধে বোয়ালিয়া ও মতিহার থানার ৩টি মাদক মামলা রয়েছে।

শুক্রবার (২ মে) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া), মোহাম্মদ রকিবুল হাসান ইবনে রহমান।

তিনি জানান, বৃহস্পতিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে কাটাখালী থানা পুলিশ জানতে পারেন, কাটাখালী থানার দেওয়ানপাড়া মোড়ে এক মহিলা গাঁজা বিক্রির জন্য অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে বর্ণীত স্থানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে কাটাখালী থানার এসআই মোঃ নাদিম উদ্দীন ও তাঁর সঙ্গীয় ফোর্স। এসময় তার কাছ থেকে ৪ কেজি গাঁজা উদ্ধার হয়।

এ ব্যপারে গ্রেফতার নারী মাদক কারবারীর বিরুদ্ধে কাটাখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। শুক্রবার সকালে তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।