জনগণ বাংলাদেশ পুলিশকে রাজনৈতিক প্রভাবমুক্ত, জনতার পুলিশ হিসেবে দেখতে চায়। বিশিষ্টজনরা এমন মতামত দিয়েছেন।
বৃহস্পতিবার (১ মে) পুলিশ সপ্তাহ-২০২৫ উপলক্ষে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনসে বাংলাদেশ পুলিশ অডিটরিয়ামে 'নাগরিক ভাবনায় জনতার পুলিশ : নিরাপত্তা ও আস্থার বন্ধন' শীর্ষক মতবিনিময় সভায় এ বক্তব্য উঠে এসেছে।
পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে মুখ্য আলোচক ছিলেন ড. সলিমুল্লাহ খান।
বিশিষ্ট নাগরিকদের মধ্যে আলোচনায় অংশ নিয়েছেন নিউ এজ পত্রিকার সম্পাদক নুরুল কবির, বিশিষ্ট শিল্পপতি সৈয়দ নাসিম মঞ্জুর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পিস অ্যান্ড কনফ্লিক্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক সাজ্জাদ সিদ্দিকী, বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের সদস্য অধ্যাপক চৌধুরী সায়মা ফেরদৌস, নির্বাচন সংস্কার কমিশনের সদস্য ডা. জাহেদ উর রহমান, সাবেক আইজিপি মো. আব্দুল কাইয়ুম, সাবেক আইজিপি নুরুল হুদা। সমাপনী বক্তব্য দেন নাগরিকদের সঙ্গে মতবিনিময় সভা সংক্রান্ত উপকমিটির সভাপতি ও স্পেশাল ব্রাঞ্চের অতিরিক্ত আইজি গোলাম রসুল।
মতবিনিময় সভায় শিক্ষক, সাংবাদিক, ধর্মীয় নেতারা, লেখক, খেলোয়াড়, সংগীতশিল্পী, চলচ্চিত্র নির্মাতা, অর্থনীতিবিদ, সাহিত্যিক, শ্রমিক নেতারাসহ বিভিন্ন শ্রেণি-পেশার নাগরিকরা উপস্থিত ছিলেন।
পুলিশকে রাজনৈতিক প্রভাবমুক্ত দেখতে চায় জনগণ
ড. সলিমুল্লাহ খান বলেন, আমাদের বুকে হাত দিয়ে স্বীকার করতে হবে, পুলিশের জনপ্রিয়তায় ভাটা পড়েছে।
যেটুকু থাকার কথা ছিল, তা নেই। ১৮৬১ সালের পুলিশ আইন ও পুলিশ বিধি— সেগুলোর পদে পদে সমস্যা আছে। সর্বশেষ পুলিশ সংস্কার কমিশনের রিপোর্ট একনজর দেখলাম। তারাও উপলব্ধি করতে পারেনি।
এসব বিষয়ে খোলাখুলি আলোচনা হওয়া উচিত।
রাজনৈতিক প্রভাব থেকে দূরে থেকে পুলিশ সদস্যদের কাজ করার আহবান জানান নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য অধ্যাপক ড. জাহেদ উর রহমান। তিনি বলেন, জনগণের পাশে থাকার জন্য আপনারা (পুলিশ) নিজেদের লড়াই চালাবেন। শাসকের পক্ষে অন্ধভাবে গেলে কী হয়, ৫ আগস্টের পর হয়তো সবাই সেটা বুঝতে পেরেছে।
৩২ বছর পুলিশে কাজের অভিজ্ঞতার কথা উল্লেখ করে সাবেক আইজিপি আব্দুল কাইয়ুম বলেন, সবাই তেলবাজি করি।
মন্ত্রী-এমপিদের বাসায় যাই। ব্যক্তিগত লাভ ও পদোন্নতির জন্য নানা রকম অবৈধ কাজে লিপ্ত হয়ে যাই। এটি দ্বিচারিতা, এর অবসান হওয়া উচিত।
পুলিশকে রাজনৈতিক প্রভাবমুক্ত দেখতে চায় জনগণ
সাবেক আইজিপি মোহাম্মদ নুরুল হুদা বলেন, পুলিশ সংস্কার কমিশন পুলিশের বিষয়ে বলেছে— অনেক বিষয় পরীক্ষা-নিরীক্ষা দরকার। পরীক্ষা-নিরীক্ষারই যদি দরকার হয়, তা হলে এই সংস্কার কমিশনের কী দরকার? এই পুলিশ সংস্কার কমিশন ১৮৬১ সালের পুলিশ আইন নিয়ে কিছু বলেনি; গণ্ডগোল কিন্তু ওখানেই। রাজনৈতিক স্বদিচ্ছা যদি না থাকে, পুলিশ কিভাবে কাজ করবে? যাদের সুবাদে আমরা আজ কথা বলতে পারছি, সেটা কত দিন বলতে পারব তার কোনো গ্যারান্টি নেই। রাজনৈতিক দলগুলোর যদি স্বদিচ্ছা না থাকে তাহলে সম্ভব না। সমাজে বিষাক্ত বিভাজন সৃষ্টি হয়েছে। এটি আমাদের বুঝতে হবে।