রাজশাহী মহানগরীতে নগদ অর্থ ও তাসসহ ৬ জুয়াড়িকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বৃহস্পতিবার (১ মে) ভোর পোনে ৪টায় রাজপাড়া থানার ডিঙ্গাডোবা এলাকা হতে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন: জিয়াউর রহমান(৪০), রবিউল ইসলাম(৩০), সুমন(৩২), ইব্রাহিম(৩৮), সাকলাইন(২৫) ও শহিদুল ইসলাম সাগর(৪৪)।
বৃহস্পতিবার (১ মে) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া), মোহাম্মদ রকিবুল হাসান ইবনে রহমান।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারা যায় রাজপাড়া থানার ডিঙ্গাডোবা এলাকায় কয়েকজন জুয়াড়ি তাস ও টাকা দিয়ে জুয়া খেলছে। এমন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোর পৌনে ৪টায় সেখানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে নগদ টাকা ও তাস উদ্ধার হয়।
তিনি আরও জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে রাজপাড়া থানায় জুয়া আইনে মামলা রুজু করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।