১৭ সেপ্টেম্বর ২০২৫, বুধবার, ০৮:০০:০৬ পূর্বাহ্ন


পুঠিয়া সহকারী কমিশনার (ভূমি)’র পদোন্নতি জনিত বিদায়ী সংবর্ধনা
মোঃ আরিফুল হক (রুবেল), স্টাফ রিপোর্টার :
  • আপডেট করা হয়েছে : ০১-০৫-২০২৫
পুঠিয়া সহকারী কমিশনার (ভূমি)’র পদোন্নতি জনিত বিদায়ী সংবর্ধনা পুঠিয়া সহকারী কমিশনার (ভূমি)’র পদোন্নতি জনিত বিদায়ী সংবর্ধনা


রাজশাহীর পুঠিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দেবাশীষ বসাককে পদোন্নতি জনিত বিদায়ী সংবর্ধনা দিয়েছে উপজেলা অফিসার্স ক্লাব ও উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

বুধবার (৩০ এপ্রিল) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ইউএনও এ, কে, এম, নূর হোসেন নির্ঝর

তার হাতে সম্মাননা স্মারক তুলে দেন। এসময় উপজেলা প্রশাসনের সকল পর্যায়ের কর্মকর্তা এবং কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। তার বিদায়ী অনুষ্ঠানে এক আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়।

নওগাঁর কৃতি সন্তান দেবাশীষ বসাক ৩৭তম বিসিএস (এডমিন) ক্যাডারে উত্তীর্ণ হয়ে বাংলাদেশ সিভিল সার্ভিসে যোগদান করেন। এর পরে ২০২৩ সালের ৯ জুলাই দেবাশীষ বসাক সহকারী কমিশনার (ভূমি) হিসেবে পুঠিয়া উপজেলায় যোগদান করেন। ভূমি কর্মকর্তার দায়িত্ব নেবার পর থেকে তার সততা, সাহসিকতা, কর্মদক্ষতা ও ব্যক্তিত্বের গুণে জনপ্রতিনিধি, রাজনীতিবিদ, মুক্তিযোদ্ধা, ব্যবসায়ী, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিসহ সাধারণ মানুষের মধ্যে একজন জনবান্ধন কর্মকর্তা হিসেবে পরিচিতি অর্জন করতে সক্ষম হন।

এছাড়াও তিনি তার কর্মস্তলে যোগদানের পর হতে জনগনের সেবা দিতে দিনরাত কাজ করে গিয়েছেন। বিশেষ করে উপজেলার সরকারি খাস জমি উদ্ধার, মিসকেস, নামজারি জমা ভাগ খারিজ সংক্রান্ত মামলা শুনানির মাধ্যমে খুব কম সময়ে সমস্যা নিষ্পত্তিকরণ, ভূমি নিয়ে স্থানীয় বিরোধের অবসান, স্বচ্ছতার সঙ্গে ভূমি সেবা প্রদান, সহজীকরণ, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অবৈধ স্থাপনা উচ্ছেদ, ভেজাল বিরোধী অভিযান, অবৈধ পুকুর খনন বন্ধসহ সরকারি রাজস্ব বৃদ্ধিতে বিশেষ ভূমিকা রাখেন।

অনুষ্ঠানে সদ্য বিদায়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দেবাশীষ বসাক তার বক্তব্যে বলেন, আমার এ স্বল্প সময়ে আমি চেষ্টা করেছি আমার অফিসের স্টাফদের মধ্যে সেবার মানসিকতা তৈরি করার। ভূমি সংক্রান্ত সকল সেবা স্বচ্ছ ও দ্রæততার তার সাথে দেওয়ার চেষ্টা করেছি। সেবা প্রার্থীদের মতামতকে গুরুত্ব দিয়ে সেবা দেওয়ার চেষ্টা করেছি, কতটুকু পেরেছি তা সেবা প্রার্থীরাই বলতে পারবেন। এছাড়াও তিনি বলেন, উপজেলায় কর্মরত অবস্থায় সহকর্মী, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, স্থানীয় সকল সাংবাদিকগনের অনেক রকমের সহায়তা পেয়েছি। কাজ আদায় করার জন্য হয়তো কারো বিরাগভাজন হয়েছি। অনেক সময় ইতিবাচক আবার কখনো নেতিবাচক ভাবে মানুষকে উপস্থাপন করা হয়। তবে নিজের অজান্তে যদি কাউকে কষ্ট দিয়ে থাকি, কারো প্রতি অন্যায় করে থাকি তাহলে আমি ক্ষমাপ্রার্থী। আমার জন্য সবাই দোয়া করবেন।

সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ, কে, এম, নূর হোসেন নির্ঝর, অফিসার্স ক্লাবের সেক্রেটারী ও বিএমডিএ এর প্রকৌশলী হানিফ শিকদার, উপজেলা প্রকৌশলী পারভেজ নেওয়াজ খান, উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা মিন্নাত আলী, পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেনসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, দেবাশীষ বসাক রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ে সিনিয়র সহকারী কমিশনার হিসেবে বদলি হয়েছেন। #৩#