১৭ সেপ্টেম্বর ২০২৫, বুধবার, ১০:১০:৫৭ পূর্বাহ্ন


রাজশাহী মহানগরীতে চলন্ত ট্রেন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
মিজানুর রহমান টনি:
  • আপডেট করা হয়েছে : ৩০-০৪-২০২৫
রাজশাহী মহানগরীতে চলন্ত ট্রেন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু রাজশাহী মহানগরীতে চলন্ত ট্রেন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু


রাজশাহী মহানগরীর দড়িখড়বোনা এলাকায় রেলক্রসিং পাশ থেকে হাবিবুর রহমান (৫০) নামের এক ধান কাটা শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চলন্ত মহানন্দা ট্রেন থেকে পড়ে তার মৃত্যু হয়েছে।

বুধবার (৩০ এপ্রিল) সকাল ১০টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। রাজশাহী রেলওয়ে থানার ওসি ফয়সাল বিন আহসান জানান, হাবিবুর রহমান চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চর বারোরশিয়া গ্রামের বাসিন্দা। তিনি ও তার এলাকার আরও কয়েকজন শ্রমিক সম্প্রতি খুলনায় ধান কাটতে গিয়েছিলেন এবং কাজ শেষে মহানন্দা ট্রেনে করে বাড়ি ফিরছিলেন।

অন্য শ্রমিকেরা নিরাপদে বাড়ি পৌঁছালেও হাবিবুর রহমান আর ফেরেননি। পরে তার মরদেহ রেললাইনের ধারে পাওয়া যায়। ওসি জানান, ধারণা করা হচ্ছে, রাত ৩টার দিকে চলন্ত ট্রেন থেকে পড়ে তার মৃত্যু হয়। তবে এ ঘটনার কোনো প্রত্যক্ষদর্শী নেই।

মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ওসি আরও জানান, মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে এবং ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর বিস্তারিত জানা যাবে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হবে।