১৭ সেপ্টেম্বর ২০২৫, বুধবার, ০২:১১:৫৭ অপরাহ্ন


তানোরে বিপুল পরিমান চোলাইমদ-সহ মাদক কারবারী সরেন গ্রেফতার
মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
  • আপডেট করা হয়েছে : ২৯-০৪-২০২৫
তানোরে বিপুল পরিমান চোলাইমদ-সহ মাদক কারবারী সরেন গ্রেফতার তানোরে বিপুল পরিমান চোলাইমদ-সহ মাদক কারবারী সরেন গ্রেফতার


রাজশাহীর তানোরে বিপুল পরিমান চোলাইমদ-সহ (চুয়ানি) বলরাম সরেন (৩৫), নামের এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে র‌্যাব-৫।

মঙ্গলবার (২৯ এপ্রিল) সকাল পৌনে ৭টায় তানোর থানাধীন শিবপুর গ্রাম অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার বসতবাড়ির উঠানে থেকে ১১০০ লিটার চোলাইমদ উদ্ধার করা হয়।

গ্রেফতার বলরাম সরেন (৩৫), সে তানোর থানার শিবপুর গ্রামের মৃত: কুরহান সরেনের ছেলে। 

মঙ্গলবার র‌্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

র‌্যাব জানায়, মঙ্গলবার ভোরে গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়, রাজশাহীর তানোর থানাধীন শিবপুর গ্রামে বলরাম সরেনের বসতবাড়িতে বিপুল পরিমান চৌলাইমদ মওজুদ রয়েছে। এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তার বাড়ির উঠান থেকে ১১০০ লিটার চোলাইমদ-সহ বলরাম সরেনকে গ্রেফতার করা হয়। 

জিজ্ঞাসাবাদে উপস্থিত স্থানীয়রা জানায়, গ্রেফতার সরেন দীর্ঘদিন যাবৎ অভিনব কায়দায় লোক চক্ষুর আড়ালে মাদকদ্রব্য চোলাইমদ অবৈধভাবে উৎপাদন করে তানোর থানা এলাকার বিভিন্ন মাদক সেবনকারীর কাছে বিক্রয় করিয়া আসছে । 

জিজ্ঞাসাবাদে গ্রেফতার সরেন জব্দকৃত চোলাইমদ বিক্রয়ের উদ্দেশ্যে নিজ বাড়িতে রেখেছিল বলে স্বীকার করে।

এ ব্যপারে গ্রেফতার মাদক কারবারীর বিরুদ্ধে তানোর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। এদিন বেলা সাড়ে ১১টায় তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে তানোর থানা পুলিশ।