১৭ সেপ্টেম্বর ২০২৫, বুধবার, ০৭:৫৫:৩৭ পূর্বাহ্ন


মহানগরী টি-বাঁধ সংলগ্ন পদ্মায় গোসলে নেমে পানিতে ডুবে স্কুলছাত্রের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট করা হয়েছে : ২৭-০৪-২০২৫
মহানগরী  টি-বাঁধ সংলগ্ন পদ্মায় গোসলে নেমে পানিতে ডুবে স্কুলছাত্রের মৃত্যু মহানগরী টি-বাঁধ সংলগ্ন পদ্মায় গোসলে নেমে পানিতে ডুবে স্কুলছাত্রের মৃত্যু


রাজশাহীতে মহানগরীতে বন্ধুদের সঙ্গে পদ্মা নদীতে গোসলে নেমে পানিতে ডুবে ফাহিম (১৭) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

রোববার দুপুরে মহানগরীর রাজপাড়া থানার শ্রীরামপুর টি-বাঁধ এলাকা সংলগ্ন পদ্মায় এ ঘটনা ঘটে।

মৃত ফাহিম, নগরীর কাজিহাটা এলাকার মোঃ তুহিনের ছেলে। সে রাজশাহীর শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইন স্কুুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল ।

এ ব্যপারে মহানগরীর রাজপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফুল ইসলাম জানান, দুপুরে পদ্মা নদীতে বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমে পানিতে ডুবে যায় ফাহিম। পরে ফায়ার সার্ভিসের রাজশাহী সদর স্টেশনের একটি দল গিয়ে ফাহিমকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ব্যপারে থানায় একটি অপমৃত্যুর মামলা রুজু করা হয়েছে বলেও জানান ওসি।