১৭ সেপ্টেম্বর ২০২৫, বুধবার, ০৪:০০:১৪ অপরাহ্ন


শ্যালিকাকে ধর্ষণে ব্যর্থ হয়ে দুই শিশুকে খুন, দুলাভাইয়ের মৃত্যুদণ্ড
অনলাইন ডেস্ক:
  • আপডেট করা হয়েছে : ২৭-০৪-২০২৫
শ্যালিকাকে ধর্ষণে ব্যর্থ হয়ে দুই শিশুকে খুন, দুলাভাইয়ের মৃত্যুদণ্ড শ্যালিকাকে ধর্ষণে ব্যর্থ হয়ে দুই শিশুকে খুন, দুলাভাইয়ের মৃত্যুদণ্ড


শ্যালিকাকে ধর্ষণে ব্যর্থ হয়ে নারীকে জখম ও দুই শিশুকে হত্যার দায়ে আসামি দুলাভাই ইলিয়াসকে মৃত্যুদণ্ড ও এক লাখ টাকা অর্থদণ্ড করেছেন বরগুনা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল।

রোববার (২৭ এপ্রিল) সকালে ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ বেগম লায়লাতুল ফেরদৌস এ আদেশ দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হলেন, বরগুনা সদর উপজেলার আয়লাপাতাকাটা ইউনিয়নের পূর্ব কেওরাবুনিয়া গ্রামের মৃত আবুল হোসেন পহলানের ছেলে মো. ইলিয়াস পহলান (৩৫)। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।

এ তথ্য নিশ্চিত করেন আদালতের নারী ও শিশু নির্যাতন দমন আইন ট্রাইবুনালের বিশেষ পিপি রনজুয়ারা শিপু। তিনি রায়কে একটি দৃষ্টান্তমূলক শাস্তি হিসেবে উল্লেখ করেছেন।

জানা যায়, ২০২৩ সালের ৪ আগস্ট বৃহস্পতিবার রাতে ইলিয়াস পাহলান নামে একজন নিজ শ্যালিকাকে ধর্ষণ করার চেষ্টা করেন। ধর্ষণ করতে বাধা দিলে শ্যালিকাকেও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেন তিনি। এ সময় ঘরে থাকা রিগানের তিন বছরের শিশুকে কুপিয়ে হত্যা করে। একই সঙ্গে ১৩ বছরের শিশুকে (প্রতিবেশীর ছেলে) কুপিয়ে হত্যা করেন।

এ বিষয়ে রাষ্ট্রপক্ষে বিশেষ পিপি রনজুয়ারা শিপু বলেন, এই যুগান্তকারী রায়ে বাদী ও রাষ্ট্র সন্তুষ্ট। আসামির আইনজীবী না থাকায় আদালত আইনজীবী এম মজিবুল হক কিসলুকে ইলিয়াসের পক্ষে মামলা পরিচালনার জন্য নিয়োগ দেন। আমি সাধ্যমতো মামলা পরিচালনার চেষ্টা করেছি। আসামি জেল কোড অনুযায়ী হাইকোর্টে আপিল করতে পারবেন।