১৭ সেপ্টেম্বর ২০২৫, বুধবার, ০৪:১৩:৪৪ অপরাহ্ন


কমলনগরে বজ্রপাতে নারীর মৃত্যু
অনলাইন ডেস্ক:
  • আপডেট করা হয়েছে : ২৭-০৪-২০২৫
কমলনগরে বজ্রপাতে নারীর মৃত্যু কমলনগরে বজ্রপাতে নারীর মৃত্যু


লক্ষ্মীপুরের কমলনগরে বজ্রপাতে শাহনাজ বেগম কনা (৫০) নামের এক নারীর মৃত্যু হয়েছে।

রোববার বিকেলে উপজেলার চরফলকন ইউনিয়নের ছেলামত উল্লাহ হাওলাদার বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। সে ওই বাড়ির ওমর ফারুক হাওলাদারের স্ত্রী। 

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, রোববার বিকেল ৩টার দিকে কালবৈশাখী ঝড় শুরু হয়। ওই সময়  শাহনাজ বেগম কনা ঘরে পাশে আম কুড়াতে গেলে বজ্রপাতের কবলে পড়ে। পরে বাড়ির লোক জন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদুল ইসলাম ।