১৭ সেপ্টেম্বর ২০২৫, বুধবার, ১০:১০:৫৭ পূর্বাহ্ন


রাজশাহীতে ইন্টারনেটের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু
ইব্রাহীম হোসেন সম্রাট
  • আপডেট করা হয়েছে : ২৬-০৪-২০২৫
রাজশাহীতে ইন্টারনেটের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু


রাজশাহী মহানগরীতে ইন্টারেন্টের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে তুফান নামের এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৫ এপ্রিল) বিকালে রাজশাহী বিশ্ববিদ্যাল (রাবি) এলাকায় কাজ করার সময় বৈদ্যুতিক শর্ট-সার্কিটে এ ঘটনা ঘটে।

নিহত তুফান (২৪), সে মহানগরীর সিপাইপাড়া এলাকার রাজেন কুমারের ছেলে।

শুক্রবার রাতে এ তথ্য নিশ্চিত করেন বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মোস্তাক আহমেদ।

তিনি বলেন, তুফান রাজশাহী বিশ্ববিদ্যালয় এলাকায় ইন্টারনেটের কাজ করার সময় বৈদ্যুতিক শর্ট-সার্কিটে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে রামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে সন্ধ্যা ৬ টার দিকে মৃত ঘোষণা করেন। লাশ হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে।