রাজশাহীর মোহনপুর উপজেলায় শুভ নববর্ষ উপলক্ষে মোহনপুর তরুন ঐক্য আয়োজনে আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট ফাইনাল খেলা ও পুরুস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৫ এপ্রিল) বিকালে মোহনপুর সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে এই ক্রিকেট টুর্নামেন্ট ফাইনাল খেলা ও পুরুস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।উক্ত ক্রিকেট টুর্নামেন্টে সভাপতিত্ব করেন মিজানুর রহমান।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ত্রান ও পূর্ণ বিষয়ক সহ সম্পাদক এ্যাডভোকেট শফিকুল হক মিলন।
এই সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব আর রশিদ, আব্দুল কাদের মোল্লা, সাবেক ইউপি চেয়ারম্যান অধ্যাপক কাজিম উদ্দিন, কৃষকদলের আহবায়ক গোলাম মোস্তফা বাবলু, কেশরহাট পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খুশবর রহমান, বাকশিমইল ইউনিয়ন বিএনপির সভাপতি আলামীন, সাধারণ সম্পাদক উজ্জ্বল হোসেন, যুবনেতা মির্জা শওকত, জাহানাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি জিল্লুর রহমান, শাহারিয়ার সাজ্জাদ, আব্দুর রহিম।
ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন হন বাগমারা কোটিপতি ক্লাব এবং রানারআপ হন মোহনপুর মৌগাছি স্পোর্টিং ক্লাব।