১৭ সেপ্টেম্বর ২০২৫, বুধবার, ০২:০৮:৩০ অপরাহ্ন


রামেক হাসপাতালের ছাদ থেকে পড়ে এক রোগীর মৃত্যু
নিজেস্ব প্রতিবেদক:
  • আপডেট করা হয়েছে : ২৩-০৪-২০২৫
রামেক হাসপাতালের ছাদ থেকে পড়ে এক রোগীর মৃত্যু রামেক হাসপাতালের ছাদ থেকে পড়ে এক রোগীর মৃত্যু


রাজশাহী মেডিকেল কলেজ (রামেক), হাসপাতালের ২য় তলার ছাদ থেকে পড়ে মোঃ শহিদুল ইসলাম (৫২), নামের  এক ভর্তি রোগীর মৃত্যু হয়েছে। 

বুধবার (২৩ এপ্রিল) সকালে রামেক হাসপাতালের দ্বিতীয় তলার ছাদ থেকে পড়ে গুরুতর আহত হন তিনি। এ সময় তাকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক বিকাল সাড়ে ৪টায় তাকে মৃত ঘোষণা করেন।

নিহত মোঃ শহিদুল ইসলাম (৫২), তিনি পাবনা জেলার ঈশ্বরদী থানার যুক্তিতলা এলাকার আবুল হোসেনের ছেলে।

হাসপাতাল সূত্রে জানা যায়, নিহত শহিদুল ইসলাম কিডনিজনিত সমস্যার কারনে অসুস্থ হয়ে রামেক হাসপাতালের ২১ নং ওয়ার্ডের-১৪ নং বেডে চিকিৎসাধীন ছিলেন।

এ রিপোর্ট লিখা পর্যন্ত নিহতের লাশ হাসপাতাল মর্গে রাখা ছিল।