১৭ সেপ্টেম্বর ২০২৫, বুধবার, ০৪:১১:৩৩ অপরাহ্ন


আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ প্রসঙ্গ, যা জানালেন আইন উপদেষ্টা
অনলাইন ডেস্ক:
  • আপডেট করা হয়েছে : ২২-০৪-২০২৫
আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ প্রসঙ্গ, যা জানালেন আইন উপদেষ্টা আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ প্রসঙ্গ, যা জানালেন আইন উপদেষ্টা


আওয়ামী লীগ আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ প্রসঙ্গে আইন, বিচার ও সংসদ উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল বলেছেন, আগামী ডিসেম্বরের আগে জাতীয় সংসদ নির্বাচন হচ্ছে না। এখনো অনেক সময় বাকি আছে। এ সময়ের মধ্যে বিচার প্রক্রিয়া এবং জনমতের আরও সুস্পষ্ট প্রকাশ আমরা দেখতে পারব।

সম্প্রতি রাজধানীর হেয়ার রোডে তার সরকারি বাসভবনে এ গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এ কথা জানান তিনি।

আসিফ নজরুল বলেন, নির্বাহী আদেশে আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে কোনো আনুষ্ঠানিক এজেন্ডায় আসেনি, ওইভাবে আলোচনা হয়নি। বিচারিক প্রক্রিয়া আছে, জনমত আছে, সেগুলোর মধ্য দিয়ে আওয়ামী লীগের ভাগ্য নির্ধারিত হবে।