১৭ সেপ্টেম্বর ২০২৫, বুধবার, ০৪:১৫:২৭ অপরাহ্ন


ঈদ কার্টুনে কুকুরের ছবি, প্রথম আলোকে ঘিরে তীব্র সমালোচনা
অনলাইন ডেস্ক:
  • আপডেট করা হয়েছে : ১৬-০৪-২০২৫
ঈদ কার্টুনে কুকুরের ছবি, প্রথম আলোকে ঘিরে তীব্র সমালোচনা ঈদ কার্টুনে কুকুরের ছবি, প্রথম আলোকে ঘিরে তীব্র সমালোচনা


পবিত্র ঈদুল ফিতরের আগের দিন, গত ৩০ মার্চ প্রথম আলোর প্রথম পাতায় প্রকাশিত ঈদ শুভেচ্ছা কার্টুনে ‘ঈদ মোবারক’ লেখার পাশে কুকুরের ছবি ব্যবহার করা নিয়ে শুরু হয়েছে তীব্র বিতর্ক ও সমালোচনা।

এই ঘটনাকে ঘিরে সোমবার দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট করেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি পোস্টে লিখেছেন, ‘প্রথম আলোর ঈদ শুভেচ্ছা কার্টুনে কুকুরের ছবি—এ কেমন অদ্ভুত আচরণ? এমন পবিত্র একটি ধর্মীয় উপলক্ষ্যে এমন ছবি ব্যবহার করা অত্যন্ত দুঃখজনক ও অশোভন।’

তিনি আরও বলেন, এর আগেও প্রথম আলো মহানবী (সা.)-কে অবমাননার অভিযোগে বিতর্কে জড়িয়েছিল, তখন পত্রিকার সম্পাদক প্রকাশ্যে ক্ষমা চান।

ঈদের মতো একটি পবিত্র উপলক্ষ্যেও তারা কটাক্ষ করতে পিছপা হয়নি। এটি অনতিবিলম্বে প্রত্যাহার করে জাতির কাছে ক্ষমা চাইতে হবে।

কুকুরের ছবি দেওয়ার ঘটনার পরিপ্রেক্ষিতে দেশের আলেমসমাজসহ সাধারণ মানুষের অনেকেই বিষয়টি ধর্মীয় অনুভূতিতে আঘাত হিসেবে দেখছেন এবং তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। তাদের দাবি, প্রথম আলোর সম্পাদককে অবিলম্বে আইনের আওতায় আনতে হবে ও প্রথম আলো নিষিদ্ধ করতে হবে।