১৭ সেপ্টেম্বর ২০২৫, বুধবার, ০৫:৩৫:২১ পূর্বাহ্ন


বগুড়ায় নদীর পানিতে ডুবে স্কুলছাত্রের মৃত্যু
বগুড়া প্রতিনিধি:
  • আপডেট করা হয়েছে : ০৪-০৪-২০২৫
বগুড়ায় নদীর পানিতে ডুবে স্কুলছাত্রের মৃত্যু মৃত সাদাত হোসেন। ছবি সংগৃহীত


বগুড়ার শেরপুর বাঙালি নদীতে গোসল করতে গিয়ে পা পিছলে নদীর পানিতে ডুবে সাদাত হোসেন (১২) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

শুক্রবার (৪ এপ্রিল) সকাল ৯টায় উপজেলার সুঘাট ইউনিয়নের জোড়গাছা ব্রিজের নিচে এ ঘটনা ঘটে।

মৃত সাদাত হোসেন পল্লী উন্নয়ন একাডেমি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক ও ধুনট উপজেলার বিলচাপড়ি গ্রামের ইকবাল হোসেনের ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, সাদাত ঈদের ছুটিতে শেরপুর উপজেলার সুঘাট ইউনিয়নের সূত্রাপুরে নানার বাড়িতে বেড়াতে আসে। সকালে নানা ও মামার সঙ্গে মিনি জাফলং নামে পরিচিত বাঙালি নদীতে নেমে অন্য শিশুদের সঙ্গে আনন্দ করছিল। বাঙালি নদীর এই অংশেই বালু তোলার কারণে কিছু অংশ গভীর ছিল। সেখানে হঠাৎ পা পিছলে পড়ে সাঁতার না জানার কারণে পানিতে ডুবে যায়।

পরে, ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা ঘটনাস্থলে গিয়ে ঘণ্টা খানেক পর তাকে উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক সাদাতকে মৃত ঘোষণা করেন।