১৮ সেপ্টেম্বর ২০২৫, বৃহস্পতিবার, ১০:৩৯:২৮ পূর্বাহ্ন


শবে কদরের করণীয় ও বর্জনীয়
ধর্ম ডেস্ক:
  • আপডেট করা হয়েছে : ২৭-০৩-২০২৫
শবে কদরের করণীয় ও বর্জনীয় প্রতিকী ছবি


ইসলামি শরিয়তে শবে কদর সবচেয়ে ফজিলতপূর্ণ রাত। শবে কদর ফারসি শব্দ। শব অর্থ রাত। আর কদর অর্থ সম্মান, মর্যাদা। আরবিতে এই রাতকে লাইলাতুল কদর বলা হয়। আরবি ‘লাইলাতুন’ অর্থ রাত। কদর শব্দের অর্থ সম্মান, মর্যাদা। আরেক অর্থ ভাগ্য, পরিমাণ ও তকদির নির্ধারণ।

মহিমান্বিত এ রাতে যেমন কিছু গুরুত্বপূর্ণ আমল রয়েছে, তেমনই রয়েছে বর্জনীয় বিষয়ও। আসুন জেনে নেয়া যাক পবিত্র এ রাতের করণীয় ও বর্জনীয় বিষয়সমূহ। 

শবে কদরে করণীয়

১. সূর্যাস্তের সঙ্গে সঙ্গে ইবাদতের জন্য প্রস্তুতি গ্রহণ করা।

২. মাগরিবের নামাজের পর নফল নামাজ আদায় করা।

৩. পবিত্র কোরআন তেলাওয়াত করা।

৪. বেশি বেশি জিকির-আজকার করা।

৫. বেশি বেশি দরুদ শরিফ পাঠ করা।

৬. বিগত গুনাহের জন্য কান্নাকাটি করা এবং গুনাহ থেকে মাফ চাওয়া।

৭. কোনো মানুষকে কষ্ট দিয়ে থাকলে তার কাছে ক্ষমা চাওয়া।

৮. বেশি বেশি দান-সদকা করা।

৯. মা-বাবা এবং মুরব্বিদের কবর জেয়ারত করা।

১০. আল্লাহর সন্তুষ্টি অর্জনে বেশি বেশি ভাল কাজ করা।

১১. মানুষের প্রতি সুন্দর ও উত্তম আচরণ করা। 

কদরে বর্জনীয়

১. অবহেলায় এ রাত কাটিয়ে না দেয়া।

২. শুধু ঘুমিয়ে রাত কাটিয়ে না দেয়া।

৩. আলসেমি করে ইবাদতহীন বসে না থাকা।

৪. মানুষের প্রতি হিংসা-বিদ্বেষ না রাখা।

৫. আতশবাজি ফোটানো থেকে বিরত থাকা।

৬. গোল্লা ফোটানো থেকে বিরত থাকা।

৭. দলবেঁধে আড্ডাবাজি না করা।

৮. সবাই মিলে চিৎকার-চেঁচামেচি এবং হৈ-হুল্লোড় না করা।

৯. যাবতীয় গুনাহের কাজ থেকে বিরত থাকা।