১৭ সেপ্টেম্বর ২০২৫, বুধবার, ১০:১৭:০৩ পূর্বাহ্ন


বগুড়ায় স্কুলছাত্রকে গলাটিপে হত্যা, আটক ১
অনলাইন ডেস্ক:
  • আপডেট করা হয়েছে : ১০-০৩-২০২৫
বগুড়ায় স্কুলছাত্রকে গলাটিপে হত্যা, আটক ১


বগুড়ার গাবতলীতে সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রকে গলাটিপে হত্যা করা হয়েছে। এ ঘটনায় তৃতীয় লিঙ্গের ইমরান হোসেন হাদুকে আটক করেছে পুলিশ।

শনিবার রাতে গাবতলী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের উঞ্চুরকী উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সিফাত একই গ্রামের হাফিজার রহমান মোল্লার ছেলে।

স্থানীয়রা জানায়, শনিবার মসজিদে ইফতার শেষে বাড়িতে এসে আবারও বেরিয়ে যায় সিয়াম। রাতে উঞ্চুরকী উত্তরপাড়া ঈদগাহ মাঠের পাশে পুকুরপাড়ে তাকে পড়ে থাকতে দেখে চিৎকার দেন স্থানীয় লোকজন। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

গাবতলী মডেল থানার ওসি আশিক ইকবাল বলেন, নিহতের গলায় হাতের আঙুলের ছাপ রয়েছে। তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় তৃতীয় লিঙ্গের হাদুকে মারধর করে পুলিশে দেয় এলাকাবাসী। এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা হয়েছে।