১২ অক্টোবর ২০২৫, রবিবার, ০৩:০৪:০৬ অপরাহ্ন


চাঁপাইনবাবগঞ্জে ট্রলির ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
  • আপডেট করা হয়েছে : ০৫-০৩-২০২৫
চাঁপাইনবাবগঞ্জে ট্রলির ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত ফাইল ফটো


চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ট্রলির ধাক্কায় মাসুদ রানা (২৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

বুধবার (৫ মার্চ) সকালে শিবগঞ্জ উপজেলার বোনকুল এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মাসুদ রানা শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের রানিনগর গ্রামের মৃত্যু আয়নাল হকের ছেলে। তিনি একটি লাইফ ইন্সুরেন্স কোম্পানির মাঠকর্মী ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, লাইফ ইন্সুরেন্স কর্মী মাসুদ রানা চাঁপাইনবাবগঞ্জ থেকে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। পথে বোনকুল এলাকায় একটি পণ্যবাহী ট্রলি চাপা দিলে গুরুতর আহত হন তিনি। স্থানীয়দের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান ওসি।