১৭ সেপ্টেম্বর ২০২৫, বুধবার, ০৪:১০:২৪ অপরাহ্ন


লালপুরে মাঠ দিবস অনুষ্ঠিত
লালপুর (নাটোর) প্রতিনিধি:
  • আপডেট করা হয়েছে : ০৫-০৩-২০২৫
লালপুরে মাঠ দিবস অনুষ্ঠিত লালপুরে মাঠ দিবস অনুষ্ঠিত


নাটোরের লালপুরে আধুনিক প্রযুক্তিতে লাভজনক ভাবে আখের সাথে সাথী ফসল চাষাবাদ শীর্ষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দুপুরে বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউট পাবনা, ঈশ্বরদী শাখার আয়োজনে গোপালপুর কালুপাড়ায় এই মাঠ দিবস অনুষ্ঠিত হয়।

এসময় বিএসআরআই প্রশাসন বিভাগের পাবনা ঈশ্বরদী শাখার প্রধান ড.মো.নূরে আলম সিদ্দিকীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএসআরআই পাবনা,ঈশ্বরদী শাখার মহাপরিচালক ড. কবির উদ্দিন আহমেদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্থ বেঙ্গল সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফরিদ হোসেন ভুঁইয়া, নাটোর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা প্রশিক্ষণ অফিসার ও (ভারপ্রাপ্ত) উপপরিচালক এ,কে,এম সাদিকুল ইসলাম। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউট পাবনা ঈশ্বরদী শাখার অগ্রনমী এন্ড ফার্মিং সিস্টেম ডিভিশনের প্রিন্সিপাল সাইয়েন্টিফিক অফিসার ড. এ,কে,এম রাশেদুল ইসলাম, লালপুর উপজেলা কৃষি কর্মকর্তা প্রীতম কুমার হোড়, নর্থ বেঙ্গল সুগার মিলের ব্যবস্থাপক (কৃষি) মো: আসহাব উদ্দীন, কৃষক সুকুমার সরকার, আঃ সালাম প্রমুখ।