১৭ সেপ্টেম্বর ২০২৫, বুধবার, ১০:১৮:৩৪ অপরাহ্ন


আত্রাইয়ে ইউপি সদস্যসহ দুইজন গ্রেপ্তার
কাজী আনিছুর রহমান,রাণীনগর (নওগাঁ):
  • আপডেট করা হয়েছে : ২৪-০২-২০২৫
আত্রাইয়ে ইউপি সদস্যসহ দুইজন গ্রেপ্তার আত্রাইয়ে ইউপি সদস্যসহ দুইজন গ্রেপ্তার


অপারেশন ডেভিল হান্ট অভিযানের অংশ হিসেবে নওগাঁর আত্রাই অভিযান চালিয়ে আওয়ামীলীগ নেতা ও ইউপি সদস্য আব্দুল করিম (৪০)কে গ্রেফতার করেছে থানাপুলিশ। এছাড়া আদালতের পরোয়ানা অনুযায়ী আরো একজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতদের রবিবার আদালতে প্রেরণ করা হয়েছে।

আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহাব উদ্দীন জানান, অপারেশন ডেভিল হান্ট অভিযানের অংশ হিসেবে শনিবার রাতে উপজেলার কাজী পাড়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে কাজী পাড়া গ্রামের মৃত অকিম উদ্দীনের ছেলে আহসানগঞ্জ ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের সদস্য ও ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল করিমকে গ্রেফতার করা হয়েছে। সম্প্রতি আত্রাই থানায় বিস্ফোরক আইনে দায়েরকৃত মামলার তদন্তপ্রাপ্ত আসামী আব্দুল করিম।

ওই মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া একই রাতে উপজেলার পাচুঁপুর গ্রামের লোবান আলীর ছেলে মকবুল হোসেনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার মকবুল হোসেনের বিরুদ্ধে আদালতের গ্রেফতারী পরোয়ানা ছিল। গ্রেফতারকৃতদের রোববার আদালতে প্রেরণ করা হয়েছে।