নাটোরের লালপুরে নবনির্মিত উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন করলেন অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম উপদেষ্টা ড.আ ফ ম খালিদ হোসেন। শনিবার বিকেলে ফলক উন্মোচন এর মাধ্যমে মডেল মসজিদ উদ্বোধন করা হয়। এসময় উপস্থিত ছিলেন প্রকল্প পরিচালক মোহম্মদ ফেরদৌস-উজ-জামান, ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এর যুগ্ম সচিব ছাদেক আহম্মদ, নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীন, পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন, লালপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মেহেদী হাসান প্রমুখ। জানা যায়, ১৪ কোটি ৬৩ লাখ, ৬৩ হাজার টাকা ব্যয়ে মসজিদ টি নির্মাণ করা হয়েছে।