১৭ সেপ্টেম্বর ২০২৫, বুধবার, ০৭:৫৬:১৬ পূর্বাহ্ন


বগুড়ায় পুণ্ড্র ইউনিভার্সিটি’র সামনে সড়ক দূর্ঘটনায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আহত
নিজস্ব প্রতিবেদক :
  • আপডেট করা হয়েছে : ০১-০২-২০২৫
বগুড়ায় পুণ্ড্র ইউনিভার্সিটি’র সামনে সড়ক দূর্ঘটনায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আহত বগুড়ায় পুণ্ড্র ইউনিভার্সিটি’র সামনে সড়ক দূর্ঘটনায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আহত


বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের ১৯তম ব্যাচের শিক্ষার্থী আশরাফুন নাহার বিশ্ববিদ্যালয়ের গেইটের সম্মুখে রাস্তা পারাপারের সময় একটি দ্রুতগামী বাহনের ধাক্কায় মারাত্মকভাবে আহত হয়। গুরুতর আহত শিক্ষার্থী বর্তমানে টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

শনিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে রংপুর-বগুড়া মহাসড়কে এ দূর্ঘটনা ঘটে। 

দেশের উত্তরাঞ্চল বগুড়াতে অবস্থিত একমাত্র বেসরকারি বিশ্ববিদ্যালয় পুণ্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি রংপুর-বগুড়া মহাসড়কের গোকুলে অবস্থিত। ট্রাফিক ফ্রেন্ডলি না হওয়ায় ইতোপূর্বেও বিশ্ববিদ্যালয়ের সামনে একাধিক সড়ক দূর্ঘটনায় অনেক শিক্ষার্থী আহত ও নিহত হওয়ার ঘটনা ঘটেছে। ইউনিভার্সিটি’র শিক্ষার্থীরা নিরাপদে রাস্তাপারাপারের জন্য অবিলম্বে বিশ্ববিদ্যালয়ের সম্মুখে একটি ফুটওভার ব্রীজ নির্মাণের জন্য দাবী জানিয়েছে। প্রতিটি দূর্ঘটনার পরে রাস্তাপারাপারে ফুটওভার ব্রীজ নির্মাণের দাবী উঠলেও এব্যাপারে দৃশ্যমান কোন পদক্ষেপ না নেওয়ায় আজকের ঘটনার প্রেক্ষিতে সাধারণ শিক্ষার্থীরা ফুঁসে ওঠে।

পিইউবি বোর্ড অব ট্রাস্টিজের (বিওটি) চেয়ারম্যান প্রফেসর ড. হোসনে-আরা বেগম ও উপাচার্য প্রফেসর ড. চিত্তরঞ্জন মিশ্র দুর্ঘটনায় আহত ছাত্রীকে দেখতে হাসপাতালে গেলে বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের সম্মুখে ইউ-টার্ণ ও ফুটওভার ব্রীজ নির্মাণের দাবী জানান। বিক্ষুদ্ধ শিক্ষার্থীদের এদাবীর প্রতি সংহতি প্রকাশ করে তারা এবিষয়ে যথাযথ কর্তৃপক্ষকে অনতিবিলম্বে অবহিত করবেন বলে জানান। দুর্ঘটনার পর থেকে ক্যাম্পাসে শিক্ষার্থীদের মধ্যে চাপা অসন্তোষ বিরাজ করছে।