১৮ সেপ্টেম্বর ২০২৫, বৃহস্পতিবার, ০৩:৪০:৫৬ পূর্বাহ্ন


নওগাঁয় ফেন্সিডিল-সহ নারী মাদক কারবারি গ্রেফতার
রায়হান সাপাহার নওগাঁ প্রতিনিধি :
  • আপডেট করা হয়েছে : ১২-০১-২০২৫
নওগাঁয় ফেন্সিডিল-সহ নারী মাদক কারবারি গ্রেফতার নওগাঁয় ফেন্সিডিল-সহ নারী মাদক কারবারি গ্রেফতার


নওগাঁয় ফেন্সিডিল সহ শ্রীমতী অর্চনা প্রসাদ (৫০) নামে এক নারী মাদক কারবারিকে আটক করেছে নওগাঁ জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশ।

শনিবার দুপুরে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিতকরা হয়।

অর্চনা প্রসাদ নওগাঁ জেলা সদর উপজেলার চকদেব নুনিয়া পাড়া মহল্লার বাসিন্দা মৃত লিপু প্রসাদের স্ত্রী।

এ ব্যাপারে নওগাঁ জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মান্নান জানান, আটককৃত নারী অর্চনা প্রসাদ দীর্ঘদিন যাবত মাদক কারবারীর সাথে জড়িত। তিনি নিজেই তার বাসা থেকে মাদক বিক্রি করেন। তার বিরুদ্ধে নওগাঁ সদর থানায় পূর্বের ৫টি মাদক মামলা রয়েছে।

শুক্রবার রাতে তার বাসায় অভিযান পরিচালনা করে ৩২ বোতল ভারতীয় ফেনসিডিল-সহ তাকে গ্রেফতার করা হয়। 

ওসি আরো জানান, আটকের পর তার বিরুদ্ধে সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের পূর্বক বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে ডপ্ররণ করা হয়েছে।