১৭ সেপ্টেম্বর ২০২৫, বুধবার, ০২:১৩:২৩ অপরাহ্ন


ভাঙ্গুড়া প্রেসক্লাবের আহবায়ক কমিটি গঠন
ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ১৯-০৮-২০২৪
ভাঙ্গুড়া প্রেসক্লাবের আহবায়ক কমিটি গঠন ভাঙ্গুড়া প্রেসক্লাবের আহবায়ক কমিটি গঠন


পাবনার ভাঙ্গুড়া উপজেলায় কর্মরত সাংবাদিকদের বাতিঘর খ্যাত ঐতিহ্যবাহী ভাঙ্গুড়া প্রেসক্লাবের ১১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।

শনিবার (১৭ আগস্ট) সন্ধ্যায় ভাঙ্গুড়া প্রেসক্লাব কার্যালয়ে মো. মাহবুব উল আলম বাবলু'র সভাপতিত্বে অনুষ্ঠিত এক সাধারণ সভায় উপস্থিত সব সদস্যের সম্মতিতে এ সিদ্ধান্ত হয়।

এতে আহবায়ক হিসেবে নির্বাচিত হয়েছেন, মো. মাহবুব উল আলম বাবলু (দৈনিক ইত্তেফাক ও নিউ নেশন), যুগ্ম আহবায়ক বিকাশ চন্দ্র চন্দ (দৈনিক যায়যায়দিন), রায়হান আলী (দৈনিক সংবাদ), মো. ছাইফুল ইসলাম খান, (দৈনিক সোনালী কন্ঠ), মো. আয়নুল হক (দৈনিক জনতা), মো. মাসুদ রানা (দৈনিক কালের কণ্ঠ), সদস্য সচিব মো. মনিরুজ্জামান ফারুক (দৈনিক মানবজমিন), সম্মানিত সদস্য মো. নুরুজ্জামান সবুজ (দৈনিক আলোকিত প্রতিদিন), মো. ময়নুল হক (দৈনিক ভোরের দর্পণ), গিয়াস উদ্দিন (দৈনিক বিশ্ববার্তা) ও আব্দুর রহিম (দৈনিক কালবেলা)।

সভায় উপজেলার সকল সাংবাদিকদের ঐক্যের স্বার্থে পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। ভাঙ্গুড়া প্রেসক্লাব ব্যতিত অন্য কোন সংগঠন না করা। এছাড়া আহবায়ক কমিটিতে থাকা সদস্যবৃন্দ প্রেসক্লাবের পুর্ণাঙ্গ কমিটিতে থাকতে পারবেন বলে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয়।