১৮ সেপ্টেম্বর ২০২৫, বৃহস্পতিবার, ০৬:৩৬:৫৩ পূর্বাহ্ন


রাণীনগরে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচী পালন
কাজী আনিছুর রহমান,রাণীনগর (নওগাঁ):
  • আপডেট করা হয়েছে : ১৫-০৮-২০২৪
রাণীনগরে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচী পালন রাণীনগরে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচী পালন


নওগাঁর রাণীনগরে পৃথকভাবে বিএনপি,যুবদল ও সহযোগি সংগঠন এবং জামায়াতে ইসলামী বিক্ষোভ মিছিল,সমাবেশ ও অবস্থান কর্মসূচী পালন করেছে। আওয়ামীলীগ সরকার কর্তৃক ছাত্র-জনতার উপর গুলির হুকুম দাতা গণহত্যাকারী শেখ হাসিনাসহ তার দোসরদের বিচারের দাবিতে এই কর্মসূচী পালন করা হয়।

বৃহস্পতিবার (১৫ আগষ্ট) সকাল ১০টায় রাণীনগর উপজেলা দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। এর পর বিএনপির মোড়ে এসে অবস্থান কর্মসূচী পালন এবং সমাবেশ অনুষ্ঠিত হয়। 

রাণীনগর থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মোসারব হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে যুগ্ন আহ্বায়ক মকলেছুর রহমান বাবু, সদস্য আল ফারুক জেমস,সহকারী অধ্যাপক জাকির হোসেন, থানা যুবদলের আহ্বায়ক এমদাদুল ইসলাম,সদস্য সচিব মোজাক্কির হোসেন,থানা ছাত্রদলের আহ্বায়ক জাহিদুল ইসলাম শিমুল,সদস্য নওশাদ আলীসহ থানা,ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি ও সহযোগি সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেয়। 

এছাড়া একই সময় উপজেলা জামায়াতে ইসলামীও অনুরুপ কর্মসুচী পালন করে। এতে উপজেলা জামায়াতের আমির মোস্তফা ইবনে আব্বাস,সেক্রেটারী শামিম হোসেন,সদস্য মাওলানা ইউনুস আলী ও মোস্তফা হাসানসহ নেতা-কর্মীরা অংশ নেয়।