২৭ এপ্রিল ২০২৪, শনিবার, ০৭:২৩:৪৬ পূর্বাহ্ন


সিংড়ায় ঔষধ কোম্পানীর প্রতিনিধিদের বিভিন্ন দাবিতে প্রতিবাদ সমাবেশ
সৌরভ সোহরাব, সিংড়া(নাটোর) প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ২৭-০৯-২০২২
সিংড়ায় ঔষধ কোম্পানীর প্রতিনিধিদের বিভিন্ন দাবিতে প্রতিবাদ সমাবেশ সিংড়ায় ঔষধ কোম্পানীর প্রতিনিধিদের বিভিন্ন দাবিতে প্রতিবাদ সমাবেশ


নাটোরের সিংড়ায় ঔষধ কোম্পানীতে কর্মরত প্রতিনিধিদের চাকুরীর সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন, বেতন ও টি আইডি বৃদ্ধি, অবৈধ প্রেসক্রিপশন সার্ভে বন্ধ,  সাপ্তাহিক এবং জাতীয় দিবস সমুহে ছুটি সহ বিভিন্ন  বৈষম্য দুরিকরনের দাবিতে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৭ সেপ্টম্বর)  সকাল ১০টায় সিংড়া দমদমা এলাকায় এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টটিভ এসোসিয়ান (ফারিয়া) এর  কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসাবে সিংড়া উপজেলা শাখার আয়োজনে সমাবেশে বক্তব্য দেন, সিংড়া ফারিয়ার উপদেষ্টা মোঃ হাবিবুর রহমান, সদস্য মোঃ নুরুজ্জামান।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সিংড়া ফারিয়া শাখার সহসভাপতি রুহুল আমিন, সাধারন সম্পাদক নান্টু চরণ হাওলদার, কোষাধ্যক্ষ মোঃ মোশারফ হোসেন, সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা, নুরুজ্জামান সহ ঔষধের  বিভিন্ন কোম্পানীতে অর্ধ শতাধিক কর্মরত প্রতিনিধি।