পাঁচ বছরের শিশু-সহ একই পরিবারের তিন সদস্যের উপর চলল অ্যাসিড হামলা । ঘটনার বীভৎসতায় আঁতকে উঠেছে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের জরুর গ্রাম। আপাতত তিনজনই হাসপাতালে চিকিৎসাধীন। আক্রান্ত যুবকের দাবি, গ্রামেরই এক বাসিন্দা তাঁদের উপর এই হামলস চালিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
সূত্র মারফত জানা গিয়েছে, রঘুনাথগঞ্জের জরুর গ্রামের বাসিন্দা সেন্টু শেখ, তাঁর স্ত্রী ও শিশুকন্যার উপর এই হামলা হয়েছে। শুক্রবার রাতে ঘরের জানলা খুলে ঘুমিয়েছিলেন তিনজন। রাত দেড়টা নাগাদ জানালা দিয়ে অ্যাসিড ছোড়েন এক জন। হামলার সময় অভিযুক্তের মুখ ঢাকা ছিল বলে জানিয়েছেন আক্রান্তরা। সেন্টু শেখের অভিযোগ, গ্রামেরই বাসিন্দা নাইবুর শেখ নামে এক যুবক এই কাণ্ড ঘটিয়েছে। পুরনো শত্রুতার জেরে এর আগে বেশ কয়েকবার নাইবুর তাঁকে প্রাণনাশের হুমকি দিয়েছিল বলেও জানিয়েছেন সেন্টু।
শনিবার সেন্টু থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। আহত তিনজন বর্তমানে জঙ্গিপুর স্টেট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁদের অবস্থা স্থিতিশীল বলেই জানান হাসপাতালের চিকিৎসকরা।