২৬ নভেম্বর ২০২৪, মঙ্গলবার, ০৩:২৯:০৯ অপরাহ্ন


ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির একটা শব্দ ট্যুইটে বিশ্বজুড়ে তোলপাড়
আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেট করা হয়েছে : ০৪-০৯-২০২২
ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির একটা শব্দ ট্যুইটে  বিশ্বজুড়ে তোলপাড় ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির একটা শব্দ ট্যুইটে বিশ্বজুড়ে তোলপাড়


ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি শুধু একটা শব্দ, আর তাতেই বিশ্বজুড়ে তোলপাড় ফেলে দিলেন। ট্যুইটারে তিনি লিখেছেন, 'স্বাধীনতা'। ইংরেজিতে 'ফ্রিডম' লেখা জেলেনস্কির ট্যুইট মুহূর্তের মধ্যে ভাইরাল হয়েছে । সেটি গোটা বিশ্বজুড়ে এই এক শব্দের খেলা এখন ট্রেন্ডিং। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় খুবই জনপ্রিয়তা পেয়েছে এই এক শব্দে নিজের সঙ্গে মিল বোঝানোর খেলা।

জেলেনস্কির লেখা এই স্বাধীনতা শব্দ একবারে বুঝিয়ে দিচ্ছে সাম্প্রতিক কালে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলা যুদ্ধের পরিস্থিতি। গোটা ইউক্রেনের মনের কথাই যেন একটি শব্দে বিশ্বের দরবারে রেখেছেন দেশের প্রেসিডেন্ট। মুহূর্তের মধ্যে ভলোদিমির জেলেনস্কির এই ট্যুইট নজর কেড়েছে গোটা বিশ্বের। নেটপাড়ায় প্রায় ১৭০ হাজার মানুষের লাইক পেয়েছে এই ট্যুইট নিমেষের মধ্যে। রিট্যুইটও হয়েছে বহু।

সম্প্রতি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি ইউক্রেনীয় সেনাদের চলমান পাল্টা আক্রমণ নিয়ে কথা বলেছেন। তিনি দাবি করেছেন ইউক্রেনের সেনারা সাফল্য পাচ্ছে। একটি ভিডিও বার্তায় জেলেনস্কি বলেছেন, রুশ সেনাদের দুটি সুযোগ দিয়েছেন তারা। সেগুলো হল আত্মসমর্পণ করা বা পালিয়ে যাওয়া। জেলেনস্কির হুঁশিয়ারি, রুশ সেনারা ইউক্রেনে যে ভয়াবহ পরিস্থিতি নিয়ে এসেছেন, তার পাল্টা সম্ভব ও অসম্ভব দুই-ই করছে দেশের সেনারা।

এদিকে, বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো বলেছেন, ইউক্রেনে সেনাবাহিনী এবং দেশের প্রেসিডেন্টে র মধ্যে একটি সংঘাত চলছে এবং অদূর ভবিষ্যতে এটি চরম আকার ধারণ করতে পারে।

লুকাশেঙ্কো বলেন, 'প্রেসিডেন্ট এবং সামরিক বাহিনীর মধ্যে একটি সংঘাত চলছে। শুধুমাত্র সামরিক কর্মীরাই সাহসের সঙ্গে বলতে পারেন, আমাদের অবশ্যই একটি চুক্তিতে পৌঁছতে হবে। নয়তো ইউক্রেনকে পৃথিবী থেকে মুছে ফেলা হবে।'