২৬ নভেম্বর ২০২৪, মঙ্গলবার, ০১:৪৮:৫৩ অপরাহ্ন


ধর্ষণের শীর্ষে রাজস্থান
আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেট করা হয়েছে : ৩০-০৮-২০২২
ধর্ষণের শীর্ষে রাজস্থান ধর্ষণের শীর্ষে রাজস্থান


ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর পরিংখ্যান প্রকাশিত হয়েছে। তাতে দেখা যাচ্ছে, ২০২১ (202 সালে সবচেয়ে বেশি ধর্ষণের ঘটনা ঘটেছে রাজস্থানে। ২০২০ সালের তুলনায় ২০২১সালে সারাদেশে ১৯ শতাংশ ধর্ষণের ঘটনা বেড়েছে বলে উল্লেখ করা হয়েছে ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর তথ্যে।

এনসিআরবি-র তথ্য বলছে, ২০২১ সালে সারাদেশে ৩১ হাজার ৬৭৭টি ধর্ষণের ঘটনার অভিযোগ দায়ের হয়েছে। তারমধ্যে ছ’হাজার ৩৩৭টি রাজস্থানে। পরিসংখ্যান বলছে, ধর্ষিতাদের অধিকাংশের বয়স ১৮-৩০ বছরের মধ্যে। দেড় হাজারের কাছাকাছি নাবালিকা ধর্ষণের ঘটনাও ঘটেছে রাজস্থানে। দ্বিতীয় স্থানেই রয়েছে উত্তরপ্রদেশ। সেখানে ধর্ষণের অভিযোগ সংখ্যা দু’হাজার ৮৪৫টি। আবার সার্বিকভাবে মহিলাদের উপর অপরাধের ঘটনায় সবার উপরে রয়েছে যোগী আদিত্যনাথের উত্তরপ্রদেশ।

কেন্দ্রীয় সরকারের তথ্য বলছে, ২০২১ সালে সারাদেশে মহিলাদের উপর হওয়া অপরাধের সংখ্যা চার লক্ষ ২৮ হাজার ২৭৮। এই ক্ষেত্রে সবার উপরে রয়েছে উত্তরপ্রদেশ। দেখা যাচ্ছে সেখানে ২০২১ সালে ৫৬ হাজার ৮৩টি মহিলাদের উপর অপরাধের ঘটনা ঘটেছে। দ্বিতীয় স্থানে আবার রাজস্থান। মরুরাজ্যে মহিলাদের উপর মোট অপরাধের সংখ্যা ৪০ হাজার ৭৮৩টি।

মহিলাদের উপর অপরাধে দেশে তৃতীয় স্থানে রয়েছে মহারাষ্ট্র। মারাঠা মুলুকে ২০২১ সালে মেয়েদের উপর হিংসার ঘটনার সংখ্যা ৩৯ হাজার ৫২৬টি। তারপরেই রয়েছে পশ্চিমবঙ্গ । বাংলায় ২০২১ সালে মহিলাদের উপর অত্যাচারের ঘটনা ঘটেছে ৩৫ হাজার ৮৮৪টি।