২৩ নভেম্বর ২০২৪, শনিবার, ০৬:৩৯:২১ পূর্বাহ্ন


সাহাবির মুখে মৃত্যুর যন্ত্রণার বর্ণনা
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২১-০৮-২০২২
সাহাবির মুখে মৃত্যুর যন্ত্রণার বর্ণনা ফাইল ফটো


নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রিয় সাহাবি হজরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু। তিনি ইসলাম গ্রহণের পর বাকি জীবন ইসলামের পথে ব্যয় করেছেন। মৃত্যুর বিছানায় তার মৃত্যুযন্ত্রণা কেমন হয়েছিল, তিনি তা বর্ণনা করেছিলেন। মৃত্যুযন্ত্রণা সম্পর্কে তিনি কী বলেছিলেন?

কোনো মানুষই জানে না মৃত্যুযন্ত্রণা কেমন হবে। মৃত্যুযন্ত্রণা সম্পর্কে অনেক কথা শুনলেও প্রকৃত অবস্থা কেমন হবে সেটা অনুমান করাও দুষ্কর। কিন্তু বিখ্যাত সাহাবি হজরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু মৃত্যুশয্যায় বর্ণনা করেছেন মৃত্যুর যন্ত্রণা কেমন। হাদিসে পাকে এসেছে-

বিখ্যাত সাহাবি হজরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু মৃত্যুশয্যায় থাকা অবস্থায় বর্ণনা করেছেন- ‘আমার মনে হচ্ছে আমার ঘাড়ের ওপর রাদ্বওয়া পাহাড় চেপে বসেছে। আমার গলার ভেতর শুধু কাঁটা। মনে হচ্ছে যেন আমার আত্মাটা একটা সুঁইয়ের ভেতর দিয়ে বের হয়ে যাচ্ছে।’ (ত্বাবাকাত ইবন সাদ)

জেনে রাখা জরুরি: এটি একজন মর্যাদাসম্পন্ন সাহাবির মৃত্যুর সময়ের ঘটনা। যদি একজন সাহাবির মৃত্যুযন্ত্রণা এমন হয় তবে আমাদের অবস্থা কেমন হবে?

সুতরাং মুমিন মুসলমানের উচিত, মৃত্যুর আগে পূর্ণাঙ্গ মুসলমান হওয়া। আল্লাহর কাছে বেশি বেশি এ দোয়া করা-

رَبَّنَا أَفْرِغْ عَلَيْنَا صَبْرًا وَتَوَفَّنَا مُسْلِمِينَ

উচ্চারণ: ‘রাব্বানা আফরিগ আলাইনা সাবরাও ওয়া তাওয়াফ্ফানা মুসলিমিন।’

অর্থ: হে আমাদের প্রতিপালক! আপনি আমাদের ধৈর্য দান করুন এবং মুসলিম হিসেবে মৃত্যু দান করুন।’

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহর সবাইকে ঈমানি ও প্রশান্তির মৃত্যু কামনায় যথাযথ আমল করার তাওফিক দান করুন। আমিন।