আলজেরিয়ার উত্তরাঞ্চল বিধ্বস্ত করে ফেলা এক দাবানলে অন্তত ২৬ জনের মৃত্যু এবং আরও বহু মানুষ আহত হয়েছেন।
দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী কামেল বেলদজুদ জানিয়েছেন, তিউনিসিয়া সীমান্তবর্তী এল তারফে ২৪ জন এবং সেতিফে মা ও মেয়ের মৃত্যু হয়েছে।
বুধবার সন্ধ্যাতেও হেলিকপ্টারের সহায়তায় দমকলকর্মীরা বেশ কয়েকটি আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়েছে।
খবর পাওয়া যাচ্ছে বিভিন্ন প্রদেশ থেকে প্রায় ৩৫০ বাসিন্দাকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। নাগরিক সুরক্ষা সংস্থা জানিয়েছে, এল তারফ সবচেয়ে বেশি আক্রান্ত এলাকা। সেখানে প্রায় ১৬টি দাবানল বাড়ছে।