২৬ নভেম্বর ২০২৪, মঙ্গলবার, ১০:০০:১৫ পূর্বাহ্ন


কাবুলে মসজিদে বোমা বিস্ফোরণ, নিহত ২১
আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ১৮-০৮-২০২২
কাবুলে মসজিদে বোমা বিস্ফোরণ, নিহত ২১ ফাইল ফটো


আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি মসজিদে বোমা বিস্ফোরণে অন্তত ২১ জন নিহত হয়েছেন।

তথ্য অনুযায়ী, এই বিস্ফোরণে ৪০ জন আহত হয়েছেন। কাবুলের উত্তরাঞ্চলের একটি মসজিদে যখন মানুষ সন্ধ্যার নামাজের জন্য জড়ো হয়েছিল তখন বিস্ফোরণ ঘটে। কাবুল পুলিশের একজন মুখপাত্র রয়টার্সকে বলেন, 'মসজিদের ভেতরে বিস্ফোরণটি ঘটে। এতে অনেকের মৃত্যু হয়েছে তবে সঠিক সংখ্যা এখনও বলা যাচ্ছে না।"

বিস্ফোরণটি খুব শক্তিশালী ছিল। বিস্ফোরণে মসজিদের আশপাশের ঘরের জানালার কাঁচও ভেঙে গেছে। তালেবানের একজন গোয়েন্দা আধিকারিক বলেন, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। নিহতদের মধ্যে মসজিদের ইমামও রয়েছেন।

কাবুলের জরুরি হাসপাতালের পক্ষ থেকে বলা হয়েছে, ২৭ জন আহত হয়েছেন এবং তাদের চিকিত্‍সা চলছে। এর মধ্যে সাত বছরের একটি শিশুও রয়েছে। ঘটনার পরপরই ঘটনাস্থলে পৌঁছায় নিরাপত্তাকর্মী ও অ্যাম্বুলেন্স। তালেবান যখন তাদের বিজয় সপ্তাহ পালন করছে তখন এই হামলা হয়েছে। তালেবানরা ১৫ আগস্ট ২০২১-এ আফগানিস্তান দখল করে।

গত সপ্তাহে একটি মাদ্রাসায় একজন আলেমকেও খুন করা হয়েছে। ওই ধর্মগুরু আইএস সম্পর্কে খুব আক্রমণাত্মক বক্তৃতা দিতেন। বৃহস্পতিবার মাদ্রাসায় আত্মঘাতী হামলায় তিনি নিহত হন। হামলার দায় স্বীকার করেছে জিহাদি সংগঠন।