এসএসসি দুর্নীতি মামলায় অন্যতম অভিযুক্ত অর্পিতা মুখোপাধ্যায় এখন জেল হেফাজতে। এদিকে এরইমধ্যে তাঁর টালিগঞ্জের বাড়িতে এবার আসতে চলেছে দমকল দফতরের কর্মীরা। ভাঙা হতে চলেছে অর্পিতার আবাসনের বেআইনি পার্কিং লট।
রাজ্য দমকল দফতরের তরফে জানানো হয়েছে অর্পিতার টালিগঞ্জের আবাসনে বেআইনি পার্কিং লট অবিলম্বে ভাঙবে রাজ্য দমকল দফতর। অভিযোগ, ক্ষমতার প্রভাব খাটিয়েই তৈরি করা হয়েছিল অর্পিতার আবাসনের বেআইনি পার্কিং লট-টি। বিষয়টি নিয়ে দ্রুত পদক্ষেপ নিতে চলেছে দমকল দফতর।
এদিকে দেখতে দেখতে চার রাত জেলে কাটিয়ে ফেললেন অর্পিতা মুখোপাধ্যায়। আগের তুলনায় স্বাভাবিক তিনি। এমনটাই জেল সূত্রে খবর। জানা গিয়েছে, জেলে তাঁর নিয়মিত মেডিক্যাল টেস্ট হচ্ছে। স্বাভাবিকভাবেই খাওয়াদাওয়া করছেন অর্পিতা।
আলিপুরে মহিলাদের জন্য বিশেষ জেলে রয়েছেন অর্পিতা মুখোপাধ্যায়। ইডি সূত্রে খবর, জেরার মুখে অর্পিতা বলেন, ‘‘বীভৎসভাবে ফেঁসে গেলাম। আমাকে শেষ করে ফাঁসিয়ে দিল।’’ শুধু তাই নয়, সূত্রের খবর, সেলের মধ্যে মাঝেমধ্যেই কান্নাকাটি করছেন অর্পিতা মুখোপাধ্যায়। ইডি বারবার তাঁর নিরাপত্তা নিয়ে আশঙ্কা প্রকাশ করায়, সেলের বাইরে সবসময় দু’জন নিরাপত্তারক্ষী থাকছেন। নজর রাখা হচ্ছে CCTV ক্যামেরার মাধ্যমেও।