২৬ নভেম্বর ২০২৪, মঙ্গলবার, ০৮:০১:৪২ পূর্বাহ্ন


কিউবায় তেলের ট্যাঙ্কে বজ্রপাত, আহত ১২১
আন্তর্জাতিক ডেস্ক:
  • আপডেট করা হয়েছে : ০৭-০৮-২০২২
কিউবায় তেলের ট্যাঙ্কে বজ্রপাত, আহত ১২১ কিউবায় তেলের ট্যাঙ্কে বজ্রপাত, আহত ১২১


বজ্রপাতে কিউবার বিশাল একটি এলাকা বিধ্বস্ত হয়েছে। তেলের ট্যাঙ্কের ওপর বজ্রপাতের জেরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। উদ্ধারকার্যে নেমেছে দমকল বাহিনী। কিন্তু বহু মানুষের খোঁজ মিলছে না। সংবাদমাধ্যম সূত্রে খবর, এই অগ্নিকাণ্ডের ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। এখনও পর্যন্ত ১২১ জন হাসপাতালের বিছানায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। অন্যদিকে, ১৭ জনের খোঁজ মিলছে না।

স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, বিধ্বস্ত এলাকা থেকে এখনও পর্যন্ত ১৯০০ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। স্থানীয় স্বাস্থ্য দফতর সূত্রে বলা হয়েছে, শনিবার বিকেলে প্রথম মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় দেশের মন্ত্রী লুইস আর্মডোও গুরুতর আহত হয়েছেন।

দেশের রাষ্ট্রপতি ভবন সূত্রে জানানো হয়েছে, এই ঘটনায় ১৭ জনের খোঁজ মিলছে না এখনও। দেশের রাষ্ট্রপতি মিজুয়েল ডিয়াজ ক্যানেল জানিয়েছেন, এই ঘটনার পর আমদের পাশে থাকার জন্য মেক্সিকো, ভেনেজুয়েলা, রাশিয়া, আর্জেন্টিনা, চিলির মতো দেশগুলিকে ধন্যবাদ। এমনকি প্রযুক্তিগত সহায়তা করার জন্য আমেরিকাকেও ধন্যবাদ জানিয়েছেন কিউবার রাষ্ট্রপতি।

শুক্রবার মধ্যরাতে ঘটনাটি ঘটে। আগুলের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে মুহূর্তে। আকাশের রঙ পাল্টে যায় নিমেষে। এই ঘটনার যে কয়েকটি ছবি সামনে এসেছে সেখানে দেখা গেছে, আকাশে হলুদের আভা খেলা করছে। শনিবার সকাল থেকে আগুনের পরিমাণ বাড়তে থাকে। আশেপাশের এলাকায় ছড়িয়ে পড়ে।

বিগত কয়েক বছরে এমন দৃশ্য সামনে এসেছে কিনা কেউ মনে করতে পারছেন না। মূলত তেল ভর্তি ট্যাঙ্কের কারণে এই অগ্নিকাণ্ডের পরিস্থিতি এতটা ভয়াবহতার আকার নেয়।