ইউক্রেনে আগ্রাসন শুরুর পর এখন পর্যন্ত রাশিয়ার ২০ হাজারের বেশি সেনা নিহত হয়েছে। পশ্চিমা কর্মকর্তারা সিএনএনকে এই তথ্য জানান।
বৃহস্পতিবার (৪ আগস্ট) সিএনএনের লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
কর্মকর্তারা আরও জানান, যুদ্ধে রাশিয়ার ৫৫ হাজার সেনা আহত হয়েছে। মোট হতাহতের সংখ্যা ৭৫ হাজার। কর্মকর্তারা মঙ্গলবার সিএনএনকে বলেন, যুদ্ধের গতি কমে গেছে তাই পরিসংখ্যানও কমে এসেছে।
গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর আজ পর্যন্ত টানা ১৬৩ দিনের মতো চলছে দেশ দুইটির সংঘাত। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে। তবে যুদ্ধ বন্ধে এখন পর্যন্ত কোনো লক্ষণ নেই। উল্টো পূর্ব ইউক্রেনে দেশ দুইটির মধ্যে সংঘাত আরও বেড়েছে।