২৬ নভেম্বর ২০২৪, মঙ্গলবার, ০৩:৪০:৪৬ পূর্বাহ্ন


মোবাইল ছিনতাই সন্দেহে গণধোলাইয়ে যুবকের মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক:
  • আপডেট করা হয়েছে : ০১-০৮-২০২২
মোবাইল ছিনতাই সন্দেহে গণধোলাইয়ে যুবকের মৃত্যু মোবাইল ছিনতাই সন্দেহে গণধোলাইয়ে যুবকের মৃত্যু


মোবাইল ছিনতাইয়ের সন্দেহে এক যুবককে পিটিয়ে খুন করার অভিযোগ উঠল জগদ্দলে । গণপিটুনিতেই ওই যুবকের মৃত্যু হয়েছে বলে খবর।

ঘটনাটি ঘটেছে জগদ্দল থানার অন্তর্গত শ্যামনগর অঞ্জনগড় এলাকায়। মৃত যুবকের নাম শুভজিৎ দাস। বয়স ২৪ বছর। শ্যামনগর গুরদহ এলাকার বাসিন্দা সে। রাজমিস্ত্রির সহায়ক হিসেবে কাজ করত শুভজিৎ।

সোমবার শ্যামনগর অঞ্জনগড় এলাকায় পথচলতি এক মহিলার মোবাইল ফোন ছিনতাইয়ের অভিযোগ ওঠে শুভজিতের বিরুদ্ধে। অভিযোগ, স্থানীয়রা তাকে ধরে দড়ি দিয়ে বেঁধে ফেলে। তারপর চলে বেধড়ক মারধর। গণপিটুনিতেই মৃত্যু হয় যুবকের।

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় জগদ্দল থানার পুলিশ। শুভজিৎ আদৌ মোবাইল ছিনতাই করেছিল কিনা, কারা তাকে এভাবে মারল, সবটাই খতিয়ে দেখছে পুলিশ। শুরু হয়েছে তদন্ত। ছিনতাইবাজ সন্দেহে এভাবে যুবককে পিটিয়ে মারার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকায়।