মধ্যপ্রদেশের জব্বলপুরের একটি বেসরকারি হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ড। ঘটনাস্থলে পৌঁছেছে একাধিক দমকল ইঞ্জিন। আগুন নেভানোর চেষ্টা চলছে। এখনও আগুন নিয়ন্ত্রণে আসেনি। জানা গেছে, অন্তত ৮ জন রোগীর মৃত্যু ঘটেছে এই অগ্নিকাণ্ডে।
এই অগ্নিকাণ্ডের ঘটনার বেশকিছু ভিডিও ছড়িয়ে পড়েছে। যাতে দেখা গেছে, হাসপাতালের চারিদিকে শুধুই কালো ধোঁয়ায় ঢেকে গেছে। উদ্ধারকাজে এসেছে দমকল বাহিনী। সোমবার দুপুরে এই বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা সামনে এসেছে।
জানা গেছে মধ্যপ্রদেশের জব্বলপুরের নিউ লাইফ মাল্টিস্পেশালিস্ট হাসপাতালে এই আগুন লাগে। জবলপুরের পুলিশ সুপার সিদ্ধার্থ বহুগুনা জানিয়েছেন, সোমবার দুপুরে এই আগুন লাগে। দামো নাকো এলাকায় এই হাসপাতালটি অবস্থিত।
কী কারণে আগুন লাগল তা এখনও স্পষ্ট করে বলা না গেলেও দমকলের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকেই এই আগুন লেগেছে। ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ চৌহন। মৃত পরিবারদের ৫ লক্ষ টাকা করে ক্ষতিপূরণের ঘোষণা করেছেন তিনি।