২৬ নভেম্বর ২০২৪, মঙ্গলবার, ০৩:৪৮:৪১ পূর্বাহ্ন


চিনা রকেট আছড়ে পড়লো ভারত মহাসাগরে
আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেট করা হয়েছে : ৩১-০৭-২০২২
চিনা রকেট আছড়ে পড়লো ভারত মহাসাগরে চিনা রকেট আছড়ে পড়লো ভারত মহাসাগরে


শনিবার রাতেই চিনা রকেটের ধ্বংসাবশেষ আছড়ে পড়ে ভারত মহাসাগরে। 

কয়েক দিন  আগেই জানা গেছে লং মার্চ ৫বি নামে একটি চিনা রকেট নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে। ফলে সেটি ফিরে আসছে পৃথিবীর বুকে। সেই থেকেই আশঙ্কা শুরু হয়, কোথায় ভেঙে পড়বে রকেটটি। আমেরিকা, আফ্রিকা, অস্ট্রেলিয়া, ভারত, দক্ষিণ পূর্ব এশিয়ার যেকোনও জায়গাতেই ভেঙে পড়ার আশঙ্কা তৈরি হয়েছিল। তবে সেই আশঙ্কা বাস্তবায়িত হলে কী হত তা বলা যায় না। অবশেষে রকেটটি ভেঙে পড়েছে ভারত মহাসাগরের বুকে।

শনিবার থেকেই সোশ্যাল মিডিয়ায় ছেয়ে গেছে এই রকেটের ভিডিও। যদিও ভিডিওতে সেটিকে রকেটের অংশ বলে বোঝা যাচ্ছে না। তবে মানুষের মনে কৌতূহল সৃষ্টি করতে সক্ষম ভিডিওগুলি।

প্রসঙ্গত, চিনা রকেট ভারত মহাসাগরে ভেঙে পড়ার ঘটনা নতুন নয়। এর আগেও একাধিকবার এমন ঘটনা সামনে এসেছে। যদিও এবারের রকেটটি নিয়ে চিনাদের দাবি ছিল, আমেরিকা মিথ্যা প্রচার করছে। তবে এদিনের ঘটনায় সেই তথ্য খারিজ হয়ে গেল বলা চলে। কিন্তু, যদি এটি ভারত মহাসাগরে না পড়ে কোনও জনবহুল স্থানে পড়ত, তাহলে কী বিপদ হত তা আর বলার অপেক্ষা রাখে না। এর আগেও আইভরি কোস্টে একটি ৫বি রকেট ভেঙে পড়ে অনেক বাড়িঘর ধ্বংস করে। তবে এবার তেমন কোনও ঘটনা না ঘটায় স্বস্তি মিলেছে।